বিশ্বের বিভিন্ন ভাষায় বিভিন্ন বিষয়ে রচিত হাজার হাজার ধর্মীয় গ্রন্থ, বিভিন্ন সংকলন ও পাণ্ডুলিপির সুবিশাল ভাণ্ডার আল-জামিয়ার কেন্দ্রীয় গ্রন্থাগার। এই লাইব্রেরী থেকে ছাত্র-শিক্ষকদের জন্য পাঠ্যবই, সহায়কগ্রন্থ ও রেফারেন্সগ্রন্থ বিনামূল্যে সরবরাহ করা হয়। নির্ধারিত সময়ে যে কেউ এই লাইব্রেরীতে এসে অধ্যয়ন ও যে কোন পুস্তিকা থেকে উপকৃত হতে পারে। জামিয়ার লাইব্রেরীতে বহু দুর্লভ গ্রন্থের সমাহার রয়েছে। হাজারো রকমের কিতাব দেখে পাঠক ব্যাকুল হয়ে পড়ে। জ্ঞান অর্জনের নিরবচ্ছি্ন অবারিত সে সুযোগগুলো থেকে উপকৃত হওয়ার অদম্য আগ্রহ জাগে।