নাজেরা সমাপন করে আসা ছেলেদেরকে সুবিজ্ঞ শিক্ষকদের অধিনে রেখে, দেশবরেণ্য বিখ্যাত কারিদের তত্ত্বাবধানে ৩-৪ বছরে সম্পূর্ণ কুরআন শরিফ শুদ্ধরূপে মুখস্ত করানো হয়। আন্তর্জাতিক মানের কারীদের অনলাইন মশকের মাধ্যমে, বিশ্বমানের হাফেজে কুরআন হিসাবে গড়ে তোলা হয় ও হিফজ সমাপনকারী ছাত্রদের কিতাব বিভাগে ভর্তির জন্য বিশেষ কোচিং-এর মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা হয়।