১। সাধারণ তহবিল : এই তহবিল হইতে দালান ঘর নির্মাণ, আসবাবপত্র খরিদ, শিক্ষকগণের বেতন ইত্যাদি কাজে খরচ করা হয় ।
২। এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং তহবিল : এই তহবিল হইতে গরীব মিসকিন ও এতীম অসহায় ছাত্রদের লিল্লাহ খাওয়া-দাওয়া, ঔষধপত্র, পোষাক ইত্যাদি বাবদ খরচ করা হয় ।
৩ । কুতুবখানা তহবিল : এই তহবিল হইতে মূল্যবান কিতাবাদি খরিদ করিয়া মাদ্রাসার ছাত্রদিগকে পড়ার জন্য দেওয়া হয় ।
অতএব, দ্বীন দরদী মুসলমান ভাইগণের খেদমতে আরজ এই যে, আল্লাহ পাকের রহমতে আপনাদের সাহায্য ও সহানুভূতিতে উক্ত জামেয়া এ যাবত চলিয়া আসিতেছে ।
সুতরাং আপনাদের যাকাত, ফিতরা, মান্নত, মৌসুমী চাঁদা, কোরবানীর চামড়া অথবা তার মূল্য এবং মুষ্টি চাউল ইত্যাদি দিয়া গরীব ছাত্রদের দ্বীনি শিক্ষার সুযোগ দানে বাধিত করিতে মর্জি করিবেন ।