এটি জামিয়ার শিক্ষা ব্যবস্থাপনায় সর্বাধিক সমৃদ্ধ, বৃহত্তর ও প্রধান বিভাগ। মূলত এ বিভাগেই তৈরি হয় জাতির কাজারি, যোগ্য আলেমেদীন । দীনি শিক্ষার ক্রমমূল্যায়নের ভিত্তিতে কিতাব বিভাগটি মৌলিক পর্যায়ে পাঁচটি স্তরে বিভক্ত ইবতিদাইয়্যাহ(প্রাথমিক), মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক), সানাবিয়্যাহ (উচ্চ মাধ্যমিক), ফজিলত (ডিগ্রি) ও তাকমীল (মাস্টার্স)। এ পাঁচটি স্তরে মোট ১০ বছর সময়ে পূর্ণ মান শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে যোগ্য আলেমরূপে গড়ে তোলা হয়।