নাম: মুহাম্মদ নুরুল হক, পিতা- মরহুম জনাব সোনা মিয়া সাহেব, মাতা- মরহুমা জোবায়দা খাতুন, গ্রাম- দাতামা, পো: মিয়া বাজার, থানা- চৌদ্দগ্রাম, জিলা- কুমিল্লা। জন্ম সন: সম্ভবত ১৯৪৩ ইংরেজি, প্রাথমিক শিক্ষা দাতামা প্রাইমারী স্কুল ৫ম শ্রেণি পর্যন্ত এবং মক্তবে মাষ্টার আমির উদ্দীন সাহেবেবের নিকট, পরে এক বৎসর ক্বারী আব্দুল হাকিম সাহেবের নিকট তথা হইতে জোলাই কাওমী মাদরাসায় জামাতে কাফিয়া পর্যন্ত তথা থেকে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় দাওরায়ে হাদীস এবং তাফসীর শেষ করে গোপালগঞ্জ সরকারি মাদ্রাসায় ১৯৭৫ ইং পর্যন্ত খেদমত শেষে কুমিল্লার অন্তর্গত জামেয়া ইসলামিয়া হামিদিয়া বটগ্রাম মাদ্রাসায় আজ পর্যন্ত খেদমতের তৌফিক হইয়াছে।
এছলাহে নফস:
এছলাহে নফসের পথে সর্বপ্রথম মুফতীয়ে আজম জনাব ফয়জুল্লাহ (রহ:) এর সাথে এছলাহী সম্পর্ক করার সুযোগ হয়, উনার ইন্তেকালের পর জনাব হযরত (হাফেজ্জী হুজুর) মোহাম্মদ উল্লাহ (রা:) সাথে সম্পর্ক করার সুযোগ হয়। হযরতের ইন্তেকালের পর জনাব আবদুল হালীম সাহেব (রহ:) এর সাথে সম্পর্ক করার সুযোগ হয়।
আসাতিজা: আসাতিজায়ে কেরামগণের মধ্যে জনাব হযরত মাওলানা আবদুল কাইউম (রহ:) এর নিকট বুখারী শরীফ কামেল, জনাব আ: আজীজ (রহ:) এর নিকট তিরমীজী শরীফ, জনাব আবুল হাসান সাহেবের নিকট মুসলীম শরীফ জনাব হামেদ সাহেব (রহ:) এর নিকট আবু দাউদ শরীফ ও মেশকাত আউয়াল, হযরত আহমদ শফী সাহেব (মা: জি:) (মুহতামিম হাট হাজারী মাদ্রাসা) এর নিকট ইবনে মাজা ও জালালাইন (১) এবং জনাব আবদুল হক সাহেব (রহ:) এর নিকট নাসাঈ শরীফ ও তাফসীরে ইবনে কাছীর ইত্যাদি পড়ার তাওফিক হয়।