Botogram Madrasha

ভর্তি তথ্য

জামিয়া ইসলামিয়া হামিদিয়া কওমিয়া, বটগ্রাম ভর্তি হবেন যেভাবেঃ

ভর্তির সময় যা যা প্রয়োজন:

১৷ ভর্তি ফিঃ

২৷ পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি।

৩৷ জন্মনিবন্ধনের ফটোকপি।

যেসব বিভাগে ভর্তি কার্যক্রম চলবে:

  • কিতাব বিভাগ/সাধারণ বিভাগ (শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদীস-মাষ্টার্স পর্যন্ত)
  • মুতাফারিরকাহ বিভাগ।
  • হিফজ বিভাগ।
  • নাজেরা বিভাগ।
  • নুরাণী বিভাগ।
 
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ

     ১. কিতাব বিভাগঃ

        মাওলানা আব্দুল হালিম সাহেব দাঃ বাঃ

        মোবাইলঃ  01816023378

     ২. হিফজ বিভাগঃ

        হাফেজ আবু তাহের সাহেব

        মোবাইলঃ 01814278311

    ৩. নাযেরা বিভাগ

        হাফেজ মাওলানা আলি আকবর সাহেব দাঃ বাঃ

        মোবাইলঃ 01829529650

    ৪. নূরানী বিভাগঃ

        ক্বারী আব্দুর রব

        মোবাইলঃ  01814747299

 

শেয়ার করুন: